স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ত্যাগে নান্দাইলে বিএনপির নেতাকর্মীরা ব্যাপক শোডাউন ও আনন্দ মিছিল করেছে। গত বৃহস্পতিবার বিকালে নান্দাইলের চর বেতাগৈর ইউনিয়নের আতাউরের মোড় থেকে শোডাউন করেন মধুপুর।
কানুরামপুর,মাজার বাসস্ট্যান্ড হয়ে মোয়াজ্জেমপুর বাহাদুরপুর হাউজের এসে শেষ হয়। শোডাউনে নেতৃত্ব দেন বিএনপি বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরী।
হাসিনা সরকার পদত্যাগের একটি বিজয় লাভ করেছে বলে ছাত্রজনতা ও বিএনপির নেতাকর্মীরা ছাত্রজনতাকে অভিনন্দন জানিয়েছে। শোডাউন ও বিজয় মিছিলে নান্দাইল উপজেলা বিএনপি,ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল,মৎস্যজীবি দল,শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
পরে বাহাদুরপুর হাউজে এক সংক্ষিপ্ত বক্তব্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরী বলেন- দীর্ঘ প্রতিক্ষার পরে ছাত্র সমাজের আন্দোলনে হাসিনা দেশ থেকে পালিয়েছে। শুধু পালাইছে না দেশের টাকা পয়সা লুট করেছে। মেধাবী শিক্ষার্থীদের উপর গুলি করতে নির্দেশ দিয়েছে। এইসব গণহত্যার বিচার হবে হাসিনাকে বিদেশ থেকে দেশে এনে।