ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহে ছুরিকাঘাতে বাসচালক নিহত

  • আপলোড তারিখঃ 06-02-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 300998 জন
ময়মনসিংহে ছুরিকাঘাতে বাসচালক নিহত ছবির ক্যাপশন: ময়মনসিংহে ছুরিকাঘাতে বাসচালক নিহত
LaraTemplate

ময়মনসিংহে ছুরিকাঘাতে বাসচালক নিহত


নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :


ময়মনসিংহের তারাকান্দায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মাসুম মিয়া ওরফে মাজু (৩৫) নামের এক বাসচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিসকা ইউনিয়নের বাথুয়াদি মোড়ে এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, মাসুম মিয়া বাথুয়াদি গ্রামের আবদুল কাদিরের ছেলে। একই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জহিরুল ইসলামের (৩০) সঙ্গে মঙ্গলবার রাতে বাকবিতণ্ডা হয় মাসুমের। তারা দুইজন আগে থেকেই একসঙ্গে চলাফেরা করত, আড্ডা দিত। গতকাল রাতে বাথুয়াদি মোড়ের একটি চা দোকানের সামনে বাকবিতণ্ডার একপর্যায়ে মাসুমকে ছুরিকাঘাত করে জহিরুল। এতে গুরুতর আহত অবস্থায় মাসুমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী ঢাকা পোস্টকে বলেন, কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। ছুরিকাঘাত করে পালানোর সময় পুলিশ চান্দেরবাজার এলাকা থেকে রক্তমাখা চাকুসহ জহিরুলকে আটক করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন