ঢাকা | বঙ্গাব্দ

কেশবপুরের সুফলাকাটী ইউনিয়ন প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ

  • আপলোড তারিখঃ 08-04-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 286934 জন
কেশবপুরের সুফলাকাটী ইউনিয়ন প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ ছবির ক্যাপশন: স্বাধীন একাত্তর
LaraTemplate

কেশবপুর  উপজেলার ৮ নং সুফলাকাটী  ইউনিয়নের ২৩০০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদুল ফিতরের উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।



সোমবার  সকাল ১০ টায় সময় সুফলাকাটী  ইউনিয়ন পরিষদ চত্বরে এসব চাল বিতরণ করেন  ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান (হেড মাষ্টার)  । এসময় তিনি ইউনিয়নের ৯টি  ওয়ার্ডের ২৩০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৯ টি ওয়ার্ডের ইউপি সদস্যরা , ইউনিয়ন সচিব, ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


এসময় ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন। চাউল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পুন্ন হয়েছে। উপহার হিসেবে এই চাল পেয়ে সকলে আনন্দিত এবং সন্তুষ্ট হয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন