ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে যোগ্য প্রার্থীদের নির্বাচনের মাধ্যমে নিয়োগ দেয়া হবে-এসপি মেহেদী হাসান

  • আপলোড তারিখঃ 16-02-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 300807 জন
নড়াইলে যোগ্য প্রার্থীদের নির্বাচনের মাধ্যমে নিয়োগ দেয়া হবে-এসপি মেহেদী হাসান ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

নড়াইলে শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে হবে নিয়োগ-এসপি মেহেদী হাসান। নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জানুয়ারি ২০২৪ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে হবে কনস্টেবল নিয়োগ। যোগ্য প্রার্থীদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সুনাম অর্জন করাই হবে আমাদের লক্ষ্য। যোগ্য প্রার্থী যাচাই-বাছাই করনের লক্ষ্যে স্ব স্ব পুলিশ সদস্যদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালনের নির্দেশ প্রদান করেন।

এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), নড়াইলসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন