আসন্ন ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনের আর মাত্র একদিন বাকি এরই ধারাবাহিকতায় প্রচার-প্রচারণায় ব্যস্ত ভোলা সদর উপজেলা পরিষদের সকল প্রার্থীরা ১৯ মে রবিবার সান্ধায় ভোলা সদর উপজেলার ১১ নং ভেদুরিয়া ইউনিয়নে পথসভা অনুষ্ঠিত হয়েছে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলহাজ্ব মোঃ ইউনুস মিয়ার ।
এসময় দেখা যায় মিছিলে মিছিলে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পথসভা স্থল। স্লোগানে স্লোগানে নাচতে দেখা যায় পথসভায় উপস্থিত মানুষদের।
এ সময় উপস্থিত ছিলেন ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর এবং প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন জেলা স্বেচ্ছাসেবক লিগের সভাপতি আবু সায়েম স্বেচ্ছাসেবক লিগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ আলম সহ জেলা উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় তারা বলেন ভোলা সদর উপজেলায় চেয়ারম্যান পদে অন্য প্রার্থী যতজন প্রতিদ্বন্ধিতা করবেন বলে শোনা যাচ্ছে। তার মধ্যে জনপ্রিয়তায় শির্ষে এগিয়ে রয়েছেন আলহাজ্ব মোঃ ইউনুস মিয়া ।
এসময় তারা আরো বলেন আলহাজ্ব মোঃ ইউনুস মিয়া, বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত। সেই অভিজ্ঞতার আলোতে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মানে ভোলা সদরকে একটি মডেল উপজেলা করতে সকলের কাছ থেকে দোয়া ও আনারস মার্কায় ভোট চান তারা ।
উপজেলার বিভিন্ন হাট-বাজারে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে। এমন কি হোটেল-রেস্টুরেন্ট, পাড়া মহল্লায় প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করছেন ।
প্রতিদিনই উপজেলার কোনো না কোনো এলাকায় এবং ইউনিয়ন নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ ও প্রচার-প্রচারণা ও পথসভা চালিয়ে যাচ্ছেন তারা ।
অপরাধমুক্ত সমাজ গঠনে ও সামাজিক অধিকার নিশ্চিত করতে তারা সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা চান এবং তাদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে দোয়া ও ভোট কামনা করেন। তিনি পুরুষের অর্থনৈতিক উন্নয়ন’সহ নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দেন ভোটারদের মাঝে।