গত ৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং সোমবার সন্ধ্যায় তার গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শিলার বাড়ি চট্টগ্রাম হাটহাজারী হলেও অনেক বছর ধরে রাঙ্গামাটি কাউখালী উপজেলা বেতবুনিয়ায় বসবাস করতেন। তিনি তৃতীয় লিঙ্গের লিডার হিসেবে পরিচিত ছিলেন এবং বেশ কিছু বছর ধরে স্টেজ শো করতেন।
রবিবার গভীর রাতে স্থানীয়রা অপরিচিত কয়েকজনকে তার বাসায় প্রবেশ করতে দেখে, তবে কাউকে বাসা থেকে বের হতে দেখা যায়নি। সোমবার বিকালে তার বাসার পাশে কেউ সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার গলাকাটা লাশ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে তার গলায় ও পেটে কাটার চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হবে।