আমার বুকেই জন্ম তোমার হৃদয়ের উচ্ছ্বাসে-
তোমার জন্মে গর্বিত আমি নতুন পরিচয়ে,
তোমার পদচিহ্নে ধন্য আমি নির্মল বিশ্বাসে-
তোমার হাসিতেই কোটি দুঃখ রাশি যাবে ক্ষয়ে।
তোমার আগমনে সার্থক ধন্য আমার জীবন
এ ক্ষনে বিত্ত বৈভব আজি নেইতো চাওয়া,
করেছো জীবনের অপূর্ণতা দুর আলোকিত ভুবন
তব পরশে সরব প্রাণের স্পন্দনই শ্রেষ্ঠ পাওয়া।
তুমি ভবঘুরে এ জীবনে সাফল্যের বাতিঘর
তোমার চোখে মুখে দেখি পৃথিবীর মায়া রাশি,
তোমার ব্যথায় হয় এ হৃদয় ব্যথিত নিঃরস মর্মর
হয়তো জানোনা তোমাকে কি পরিমাণ ভালোবাসি!
তোমার স্বরে শুনতে পাই বেঁচে থাকার প্রেরণা
কর্ম চাঞ্চল্যে দেখি নেক দৃষ্টিতে তোমার মুখোচ্ছবি,
তোমার ডাকে শত ক্লান্তিতেও কভু হেলে পড়িনা
তোমার মুখোমুখি দাড়ালে সময় আমাকে বলে কবি!
তুমি হও অনেক বড় উচ্চতা সম্পন্ন সত্যের মত
কোমলমতি প্রাণে করো তুমি চতুর্দিকে বিজয়,
আকাশের মত উদার হোক মন তোমার বিশ্বে সমাদৃত
সকলের প্রতি ন্যায় নীতিতে মমতাময়ী হোক পরিচয়......
তারিখঃ ১১ই সেপ্টেম্বর ২০২৪ ঈশায়ী,
বুধবার, রাতঃ ১১:৩৫__১১:৫৫, মহকক,চলনবিল, পাবনা