ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় নারী উদ্যোক্তাদের পাশে থাকবেন জাগরনী মহিলা সমিতি

  • আপলোড তারিখঃ 21-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 57866 জন
ভোলায় নারী উদ্যোক্তাদের পাশে থাকবেন জাগরনী মহিলা সমিতি ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

দেশের অর্থনীতির উন্নয়নে উদ্যোক্তাদের একটি অংশ বিশেষ ভূমিকা পালন করে আসছে। সে ক্ষেত্রে পিছিয়ে নেই ভোলার নারী উদ্যোক্তারাও। সেই সব নারীদের এক প্লাটফর্ম আনতে অবদান রাখছে নারী উদ্যোক্তাদের সংগঠন জাগরনি মহিলা সমিতি।


দীর্ঘ এক বছরের বেশী সময় ধরে কাজ করা এ সংগঠনটি এবার অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে আত্মপ্রকাশ করলো। কেককাটা এবং আলোচনাসভা সহ জমকালো অনুষ্ঠানটটি পরিনত হয় মিলমেলায়।


শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে জিজেইউএস ল্যান্ডিং স্টেশনে সংগঠনটির যাত্রা শুরু হয়।


সমাজে পিছিয়ে পড়া নারীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান, ব্যবসার প্রসার এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরীতে সংগঠনটি বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করছেন আমন্ত্রিত অতিথিরা।


জাগরনী নারী সমিতির সভাপতি পাপিয়া চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জিজেইউএস পরিচালক এ্যাড, বিথী ইসলাম, ভোলা সদর তথ্য সেবা কর্মকর্তা আফনান হক, ভোলা বৃদ্ধি প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক জহিরুল হক কবির, ভোলা টাইমস সম্পাদক মোঃ আলী জিন্নাহ রাজিব।


নিজ নিজ অবস্থান থেকে একজন উদ্যোক্তা হয়ে উঠার গল্প তুলে ধরেন উদ্যোক্তারা। বলেন, নানা প্রতিকূলতার মধ্যে ঘর সংসার সামলানোর মাঝেই দীর্ঘ পথ অতিক্রম করে ব্যবসার প্রসার ঘটাতে শ্রম দিচ্ছেন তারা। এমন আয়োজনটি তাদের পথচলায় অগ্রনী ভূমিকা পালন করবে বলে মনে করছেন উদ্যোক্তারা।


অনুষ্ঠানে ফারজানা হাসি, প্রমিতা এনি, রাবেয়া রায়হান ও নুজহাদ নুহা, মিম চৌধুরী সহ উদ্যোক্তাগন অংশগ্রহন করেন।


আয়োজক বলছেন, এমন আয়োজন ভবিষ্যতে একসাথে পথচলা এবং উদ্যোক্তা সৃষ্টিতে বিশেষ অবদান রাখবে।


ভোলার নারীদের নিপুণ হাতের তৈরীকৃত পণ্য ইতমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। এসব পণ্য তারা অনলাইন এবং সরাসরি বিক্রি করে নিজেকে প্রতিষ্ঠা করার পাশাপাশি সফল উদ্যোক্তা হয়ে উঠার চেষ্টায় নেমেছেন।


উল্লেখ্য, গ্রমীন জন উন্নয়ন সংস্থার রেইজ প্রকল্পের মাধ্যমে ভোলার পিছিয়ে পড়া নারীদের সংগঠিত করতে বিশেষ ভূমিকা পালন করছে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন