গাজীপুরের টঙ্গী, স্টেশন রোড, মিলগেট, টঙ্গী বাজার এলাকার মেইন রোডের পাশে, প্রাতীনিয়তই ছিনতাই কারীর কবলে পড়ছে সাধারণ লোকজন,
ছিনতাইকারী র কাছে থাকে দাড়ালো অস্ত্র যা দিয়ে বেপরোয়া ভাবে কুপিয়ে আহত করে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে নিতে অনেকে মারা ও যায়,।
মানুষের কষ্টে উপার্জন করা টাকা মোবাইল ফোন ইত্যাদি কাছে থাকা সবকিছু ছিনিয়ে নিয়ে যায় এবং (বিশেষ করে ইস্টিশন রোড শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হসপিটালের মেইন রোড়ে ছিনতাই করে, আশ্রয় নেয় হসপিটালের ভিতরের পিছনে দুইটি পরিত্যক্ত ভবন রয়েছে সেখানে, টঙ্গী বাজার হতে মিলগেট পর্যন্ত প্রতিনিয়তই ছিনতাই হচ্ছে, ছিনতাইকারী দের রয়েছে ১৫ থেকে ২০ জনের কয়েকটি টিম রয়েছে, এমন কয়েকটি টিম রয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার জন্য।