ঢাকা | বঙ্গাব্দ

স্বস্তির আশায় পথ চলা

  • আপলোড তারিখঃ 23-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 17222 জন
স্বস্তির আশায় পথ চলা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

স্বস্তির আশায় পথ চলা 

মোঃ আবুল কালাম আজাদ 

তারিখ:- ২৩/০১/২০২৫ খ্রিঃ 


স্বস্তির আশায় পথ চলা 

শুরু সু-দির্ঘ দিন ধরে,

এবার স্বস্তি কড়া নাড়ে 

বুঝি নিজ গৃহের দুয়ারে। 


এসো-হে তুমি গৃহ জুরে 

আজ অন্তর মন মননে,

ডাকছি তোমায় মিনতি করে 

ধরে তোমার দুই চরনে। 


বহু প্রতীক্ষিত স্বস্তি তুমি 

আজ আশার প্রদীপ জ্বালো,

সেই প্রদীপ শিখার আলোয় 

যেন পথ চলি সদা ভালো।


ভালো থাকি যেন সবাই 

মিলে হে-খোদা দয়া কর,

সুখ শান্তির স্বস্তি দিয়ে 

খোদা এই দুনিয়া ভর।


আমি অধম নাদান কালাম 

খোদা কাব্য রচে চলি, 

শান্তি সুখে রেখ খোদা 

  • বিনয় করে বলি।

নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

বিরামপুর রেলগেটে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত—২