ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় বিহারী রানা হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

  • আপলোড তারিখঃ 06-02-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 298165 জন
খুলনায় বিহারী রানা হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন: খুলনায় বিহারী রানা হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
LaraTemplate
খুলনায় বিহারী রানা হত্যার ঘটনায় গ্রেপ্তার ১


খুলনা প্রতিনিধি:


খুলনায় আলোচিত সাদিকুর রহমান রানা ওরফে বিহারী রানাকে গুলি করে হত্যা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) নগরীর ছোট বয়রা ফয়েজ উদ্দিন স্কুলের পেছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার আসামি হলেন, ফুলবাড়িগেটের দিঘীর পশ্চিমপাড়ের বাসিন্দা হায়দার আলী ছেলে হাবিবুর রহমান ওরফে সবুজ (৩২)। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।


এদিন বিকেলে খুলনা মহানগর হাকিম তরিকুল ইসলামের আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।


মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানা পুলিশের এস আই সুমন মণ্ডল জানান, আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় সবুজকে গ্রেপ্তার করা হয়। পরে সে স্বীকার করে হত্যাকাণ্ডের সময় আহসান উল্লাহ কলেজের বিপরীত পাশে সে উপস্থিত ছিল। ঘাতকরা যাতে সহজে যেতে পারে এবং কোনো সমস্যায় না পরে সেটি তদারকি এবং সহযোগিতার দায়িত্বে ছিল সে।



প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় আহসানউল্লাহ কলেজের সামনে বিহারী রানাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় রানার স্ত্রী হাবিবা রানু বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন