ঢাকা | বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে ইবি শিক্ষার্থী মনির

  • আপলোড তারিখঃ 25-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 154215 জন
সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে ইবি শিক্ষার্থী মনির ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মনির হোসেন তিনি বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে চারটার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন বিভাগটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব তার মৃত্যুতে শোকাহত পুরো ক্যাম্পাসে জানা যায়, মনির কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বেল্লাল হোসেনের ছেলে তিনি দুপুর দুইটার পর ক্লাস শেষে সিএনজিতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পরে বিকেল পৌনে তিনটার দিকে কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে তার মাথায় মারাত্মকভাবে জখম হয় সেখানকার উপস্থিত লোকজন তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায় সেখানে বিকেল পৌনে চারটার দিকে অপারেশন থিয়েটারে মৃত্যুবরণ করেন তিনি।


বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব বলেন, আমরা তার মৃত্যুর খবরটি অবগত হয়েছি কুষ্টিয়া সদর হাসপাতালে তার মৃত্যু হয়েছে আমরা বিভাগের সকলেই তার জন্য শোকাহত অন্যান্য শিক্ষকদের নিয়ে হাসপাতালের দিকে রওনা হয়েছি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন