ঢাকা | বঙ্গাব্দ

জোরপূর্বক ভাবে জমি আত্মসাথের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রইস উদ্দিন এর বিরুদ্ধে।

  • আপলোড তারিখঃ 10-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 73836 জন
জোরপূর্বক ভাবে জমি আত্মসাথের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রইস উদ্দিন এর বিরুদ্ধে। ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জ সদর উপজেলার করিমগঞ্জ থানাধীন চংনোয়াগাঁও হোন্ডা ঘাট এলাকার বাসিন্দা মোঃ রুস্তম আলী একই গ্রামের বাসিন্দা ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ রইস উদ্দিন। রুস্তম আলী তার জমি পত্তন দেয় রইস উদ্দিনের কাছে।

সময় পেরিয়ে গেলে তার জমি ফেরত চাই। তবে জমির মালিক দাবি করে আওয়ামী লীগ নেতা রইছ উদ্দিন। এই নিয়ে দরবার সালিশ হয় । তবে কিছুতেই জমি ছাড়তে রাজি হয়নি আওয়ামী লীগ নেতা। তার ক্ষমতার জোর দেখিয়ে জমি দখল করে রাখে। 

গত ৫/১২/২০২৪ তারিখ বৃহস্পতিবার অনুমান সকাল ১১ টায় জহিরুল ইসলামের চায়ের স্টলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রইছ উদ্দিন তার সঙ্ঘবদ্ধ দল নিয়ে। মোহাম্মদ রুস্তম আলী ও মোহাম্মদ সারোয়ার, মোঃ কালাম মিয়ার উপর অতর্কিতভাবে দেশীয় অস্ত্র সহ বললাম দিয়ে হামলা পরিচালিত করে। ও একটি মোটরসাইকেল ও একটি অটো রিক্সার ব্যাটারি নিয়ে যায়। একই দিনে তাদের বাড়িঘরে হামলা দেয় রইস উদ্দিনের গুন্ডা বাহিনী। 

তাদেরকে উদ্ধার করে গ্রামবাসী কিশোরগঞ্জের শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি  করে।

এ বিষয়ে করিমগঞ্জ থানায় এজাহার  দাখিল করে ভুক্তভোগীর আত্মীয় মোহাম্মদ সাইদুর রহমান। 

সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচারের প্রত্যাশা করে ভুক্তভোগীর পরিবার।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন