ঢাকা | বঙ্গাব্দ

চরফ্যাশনে বিয়ের গেটে টাকা কম দেওয়া কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত-৩০

  • আপলোড তারিখঃ 13-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 135283 জন
চরফ্যাশনে বিয়ের গেটে টাকা কম দেওয়া কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত-৩০ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ভোলার চরফ্যাশন উপজেলায় কনের বাড়িতে বিয়ের গেটে টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ উভয়পক্ষের কমপক্ষে প্রায় ৩০ জন আহত হ‌ওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া কনেপক্ষের বিরুদ্ধে বরপক্ষের স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে।


রোববার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার চর-মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা নুরে আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, এক মাস আগে দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ভূঁইয়ার হালট এলাকার নুরে আলমের মেয়ে লিমা বেগমের সঙ্গে জাহানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নাসির উদ্দিনের ছেলে মনির হোসেনের পারিবারিক ভাবে বিয়ে হয়।


হাসপাতালে চিকিৎসাধীন বর মনির হোসেন বলেন, বিয়ের প্রায় একমাস পর আনুষ্ঠানিক ভাবে বউ আনতে কনের বাড়িতে যাই গেটে টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পরিবারের ৩০ জনের মতো আহত হয়েছে।


এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, নিরব বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন