পাবনা শহরের আটুয়া হাজীপাড়া নিবাসী মরহুম হাজী দোস্ত মুহাম্মদ এর মেজো ছেলে- তাবারক, ওয়াছেক, ইয়ামিন খান, কবি ও সাংবাদিক জুবায়ের খান প্রিন্স এর বাবা, দই-বাজার মোড় ব্যবসায়ী" বশির স্টোর" এর সত্ত্বাধিকারী আলহাজ বশির উজ্জামান খান বৃহস্পতিবার(৫ ডিসেম্বর ২০২৪) রাত ১১.০০ ঘটিকায় বর্ধিক্যজনিত করণে ইন্তেকাল করিয়াছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
মরহুমের নামাজে জানাজা আগামীকাল বাদ জুম্মা আটুয়া ইদগাহ ময়দানে অনুষ্ঠিত হইবে।
সকল ধর্মপ্রান মুসল্লীদেরকে মরহুমের জানাযা নামাজে অংশগ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইলো।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা
প্রকাশ করে বিবৃতি দান করেছেন, পাবনা জেলার বিশিষ্ট কবি-কলামিস্ট সাংবাদিক-গবেষক, পরিবেশ ও মানবাধিকার কর্মী-
প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ (সভাপতি- গ্রিন পিস বাংলা, পাবনা জেলা শাখা), অ্যাডভোকেট মোঃ আবুল বাশার রানা, মুন্সী মুহাম্মদ হযরত আলী (সাধারণ সম্পাদক- গ্রিনপিস বাংলা, পাবনা জেলা শাখা), দৈনিক পাবনার আলোর বার্তা সম্পাদক মোঃ হুমায়ন কবির,
ইনকাম ভার্সিটির প্রফেসর খালিদ মোস্তফা, চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারন সম্পাদক মোঃ আব্দুল মতিন, দৈনিক খবর পদ্মাসেতুর বার্তা সম্পাদক মোঃ এরশাদ আলম মনি সরকার, মোঃ আসাদুজ্জামান উকিল (চাটমোহর উপজেলা প্রতিনিধি- দৈনিক দক্ষিণের কথা) । সকলেই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোওয়া চেয়েছেন।