ঢাকা | বঙ্গাব্দ

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো রংপুরের ইজতেমা।

  • আপলোড তারিখঃ 02-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 82226 জন
আখেরি মোনাজাতের মাধ্যমে  শেষ হলো রংপুরের ইজতেমা। ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আজ ৩০ নভেম্বর শনিবার দুপুর ১২টায় মোনাজাত শুরু হয়ে ১২টা ৩০ মিনিটে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা মুনিব বিন ইউসুফ আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে, শান্তি ও মুসলিম উম্মাহর মুক্তির প্রার্থনা করে আখেরি মোনাজাতে শেষ হলো রংপুরের তিন দিনব্যাপী জেলা ইজতেমা এসময়, মহান আল্লাহর কাছে নিজেদের পাপ মুক্তিসহ বিশ্ব মুসলিমের মঙ্গল ও নির্যাতিত ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করে প্রার্থনায় অংশ নেন প্রায় লাখ মুসল্লি।


এর আগে, ফজরের নামাজের পর বয়ান শুরু হয়। পরে খাবারের বিরতি ও হেদায়েতি বয়ান হয়। এ বছর রংপুর নগরীর ২৩নং ওয়ার্ডের আমাশু কুকরুল রোডস্থ নিউ জুম্মাপাড়া ঈদগাহ মাঠে তিন দিনব্যাপী এ ইজতেমার আয়োজন করা হয়েছিল। 


আখেরি মোনাজাতে অংশ নিতে আগের দিন রাত থেকেই রংপুর জেলাসহ আশপাশের জেলার বিভিন্ন এলাকার তাবলিগ জামাতের অনুসারীরা ইজতেমাস্থলে পৌঁছান এবং রাত্রী যাপন করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন