ঢাকা | বঙ্গাব্দ

পাবনায় দুই ভায়রা'র মধ্যে জমি নিয়ে বিরোধ জনতার হাতে আটক ৩ জনকে আদালতে প্রেরণ

  • আপলোড তারিখঃ 28-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 86493 জন
পাবনায় দুই ভায়রা'র মধ্যে জমি নিয়ে বিরোধ জনতার হাতে আটক ৩ জনকে আদালতে প্রেরণ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাবনা  জেলার চাটমোহর উপজেলাধীন হরিপুর ইউনিয়নের ঝাঁকরা পশ্চিমপাড়া  গ্রামের ঘটনা। ঝাঁকড়া গ্রামের দুই জামাই মোঃ আনিসুর রহমান এবং তার ভায়রা ভাই মোঃ সাজ্জাদ হোসেনের মধ্যে অনেক দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

গত মঙ্গলবার (২৬ নভেম্বর২০২৪) দুই ভায়রা'র মধ্যে চলমান বিরোধ নিষ্পত্তির জন্য ইউপি সদস্য মোঃ কামাল হোসেন শালিসের ব্যবস্থা করেন। শান্তিপুর্ণ সালিশ মীমাংসা বৈঠকে হঠাৎ করেই বিরোধপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। সালিসে আপত্তি তুলে ঐ রাতেই ইউপি সদস্য মোঃ কামাল হোসেনের সাথে তর্কে জড়ান মোঃ আনিসুর রহমান।  মোঃ কামাল হোসেনের উপর হামলার চেষ্টা,হুমকী দেওয়ার অভিযোগ উঠে। 


হুমকী প্রদানকারীগন নাটোর জেলাধীন গুরুদাসপুর উপজেলার খাকড়াদহ গ্রামের আনিছুর রহমান, তার ছেলে আরিফুল ইসলাম ও দাদুয়া গ্রামের  আতিকুল ইসলামকে গ্রামের লোকজন ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ৫৯ ধারায় আটক করে চাটমোহর থানায় খবর দেন। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ তাদের আটক করে নিয়ে আসেন।এ সময় আটককৃতদের নিকট থেকে একটি শুটারগান ও একটি চায়না কুড়াল জব্দ করা হয়েছে বলে থানা সুত্রে জানা যায়। আটককৃতদের ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৬১ অনুযায়ী পাবনা কোর্টে  চালান করা হয়েছে।(ছবি সংগৃহীত)


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন