কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন বাহাদিয়া পূর্বপাড়া মুর্শিদের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন এক নারী।
সোমবার, ২৫ নভেম্বর দুপুর ২টা থেকে অভিযুক্ত প্রেমিক মোজাম্মেল হকে এর বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।
বিয়ের দাবিতে অনশনে থাকা ওই নারী বলেন, ২০২০ সালের ১০ নভেম্বর মোবাইল ফোনের মাধ্যমে মোজাম্মেলের সাথে বিয়ে। সে প্রবাসী থাকায় অবস্থা বিয়ে করে ৪ বছর ধরে আমার সাথে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেন । তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন ওই নারী। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান ওই নারী।
স্থানীয় বাসিন্দা ইউপি সদস্য আঃ ছোবান জানান, গতকাল (২৫ নভেম্বর) রাতে মোজাম্মেল বাড়িতে গিয়ে ওই নারী বিয়ের দাবিতে বাড়িতে অনশন করছেন।
এদিকে পলাতক থাকায় এ নিয়ে মোজাম্মেল হকের কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে মোজাম্মেলের মা বলেন, ‘ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক হয়নি।’
এ বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ ওসি সাখাওয়াত হোসেন জানান ওই নারী এখনো থানায় কোনও অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।