ঢাকা | বঙ্গাব্দ

আবরার ফাহাদের ৫ম মৃত্যু বার্ষিকীতে ইবি ছাত্রদলের মৌন মিছিল

  • আপলোড তারিখঃ 07-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 140703 জন
আবরার ফাহাদের ৫ম মৃত্যু বার্ষিকীতে ইবি ছাত্রদলের মৌন মিছিল ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ছাত্রলীগের হামলায় নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল ও স্মরণসভা করা হয়েছে।


সোমবার (০৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় শাখা ছাত্রদলের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ স্মরণসভা করা হয় এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মৌন মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত হয় এবং পুস্পস্তবক অর্পন করে। পরে সেখানে স্মরণসভা করে সংগঠনটির নেতা-কর্মীরা এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনসহ সংগঠনটির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 


এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, আবরার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ। সে আমাদের চেতনার বাতিঘর ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সামান্য ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাকে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা।  


এসময় তিনি শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকরসহ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন