ঢাকা | বঙ্গাব্দ

প্রিয় শিক্ষকের কবরের পাশে (শিউরে) সুপারী চারা রোপন করলেন সাংবাদিক আকাশ

  • আপলোড তারিখঃ 04-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 216896 জন
প্রিয় শিক্ষকের কবরের পাশে (শিউরে) সুপারী চারা রোপন করলেন সাংবাদিক আকাশ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের প্রথম চেয়ারম্যান (ত্রান ও পূনর্বাসন কমিটি) ও কচুগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত আলহাজ্ব আবুল কাশেম মাস্টারের কবরের পাশে(শিউরে) রবিবার (৪ঠা আগষ্ট ২০২৪ ইং) দুপর তিন ঘটিকায় সুপারীর চারা রোপন করেন তারই প্রিয় ছাত্র  'প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ চাটমোহর পাবনা-র সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ও বিশিষ্ট কবি কলামিস্ট, সাংবাদিক-গবেষক, পরিবেশ ও মানবাধিকার কর্মী এস এম মনিরুজ্জামান আকাশ। 


আলহাজ্ব আবুল কাশেম মাস্টার একজন বিচক্ষণ শিক্ষক ছিলেন এবং তিনি কচুগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন ও সুদীর্ঘ জীবন তিনি টানা দায়িত্ব পালন শেষে প্রধান শিক্ষক পদে আসীন হন ও অবসর গ্রহণ করেন।


তিনি  এক ছেলে ও চার মেয়ে-জামাই সহ নাতি-নাতনী রেখে গেছেন। অসংখ্য ছাত্র-ছাত্রী এবং গুণগ্রাহীও রেখে গেছেন। প্রয়াত আলহাজ্ব আবুল কাশেম মাস্টার ২০১০ সালে হার্ট অ্যাটাক করেন ও প্রেস মেকার প্রতিস্থাপন করা হয়। আলহাজ্ব আবুল কাশেম মাস্টারের এক ছেলে ও তিন মেয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন।


পুত্র বধূ ও তিন জামাতাও শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন এক মেয়ে গৃহিনী ও জামাতা ইঞ্জিনিয়ার। 


উল্লেখ্য আলহাজ্ব আবুল কাশেম মাস্টার বিগত ২৭ শে অক্টোবর ২০২১ ঈশায়ী বুধবার ফজর সালাত আদায়ের পর জায়নামাজে অসুস্থ হয়ে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন। 


প্রয়াত আলহাজ্ব আবুল কাশেম মাস্টারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোওয়া চেয়েছেন তার প্রিয় ছাত্র এস এম মনিরুজ্জামান আকাশ এবং সকলের প্রতি বৃক্ষ রোপনের আহ্বান ও অনুরোধ জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন