ঢাকা | বঙ্গাব্দ

পাবনায় মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তি করার অপরাধে প্রশাস্ত সাহা গ্রেফতারঃ আদালতে প্রেরণ-হান্ডিয়ালে থমথমে পরিস্থিতি শান্ত

  • আপলোড তারিখঃ 14-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 101161 জন
পাবনায় মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তি করার অপরাধে প্রশাস্ত  সাহা গ্রেফতারঃ আদালতে প্রেরণ-হান্ডিয়ালে থমথমে পরিস্থিতি শান্ত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বল্লভপুর গ্রামের কালা চাঁদ সাহার ছেলে প্রশান্ত সাহাকে পাবনা থেকে পুলিশ গ্রেফতার করেছেন।


তার বিরুদ্ধে হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তির অভিযোগে মামলা রুজু করা হয়েছে গ্রেপ্তার হওয়া যুবক  মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ফেসবুকে কটূক্তিকর উস্কানি মূলক পোস্ট দেওয়ায় অভিযোগ আনা হয়েছে। 


প্রশান্ত কুমার সাহাকে গত শনিবার (৯ নভেম্বর ২০২৪) ফেসবুক ওয়ালে কটুক্তিকর উস্কানি মুলক পোস্ট করে প্রশান্ত সাহা এরই ফলশ্রুতিতে সোমবার(১১ নভেম্বর ২০২৪) দিবাগত রাতে পাবনা সদরের বাস টার্মিনাল এলাকা  থেকে গ্রেপ্তার করে পুলিশ।


গ্রেপ্তারকৃত প্রশান্তর ফেসবুক ওয়াল থেকে দেওয়া কটুক্তিকর উস্কানীমূলক পোস্টের বিরুদ্ধে প্রতিবাদে  চাটমোহর তথা হান্ডিয়ালে  মিছিল-বিক্ষোভ, হিন্দুদের দোকানপাট খুলতে না দেওয়া, মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুরসহ চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি  হয়। 


চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন সদর এবং ঘটনার স্থলে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, তথা হান্ডিয়াল পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী  বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ একাধিকবার গিয়ে পরিস্থিতি  শান্ত  করার চেষ্টা করেন।


গত শনিবার  (৯ নভেম্বর ২০২৪)  ঐ পোস্টের বিষয়ে  থানায় অভিযোগ  দায়ের, প্রশান্তকে গ্রেফতার এবং আইনের আওতায় আদালতে  প্রেরণ করার  মাধ্যমে এলাকার থমথমে পরিস্থিতি  বর্তমানে অনেকটাই শান্ত প্রশান্ত কুমার সাহা গত শনিবার (০৯ নভেম্বর২০২৪) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দিয়েছিলেন মর্মে অভিযোগ  রযেছেশ হান্ডিয়াল,চাটমোহর এলাকার অবস্থা এখন মোটামুটি শান্ত।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন