যৌনকর্মী সন্দেহে এক নারীর ব্যাগ তল্লাশি করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই ছাত্র। এসময় বিক্ষুব্ধ জনতা তাদের ঘেরাও করে পিটুনি দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাত সাড়ে ১১টার দিকে নগরীর মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে গাজীপুরে পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জানিয়েছেন। উদ্ধার করা দুই ছাত্র হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. রায়হান, এবং মো. সাব্বির।