ঢাকা | বঙ্গাব্দ

কেশবপুরে বিএনপি নেতা শহীদ আবু বকর আবু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ 22-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 155230 জন
কেশবপুরে বিএনপি নেতা শহীদ আবু বকর   আবু হত্যার বিচার দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

যশোর জেলা বিএনপি র সাবেক সহ-সভাপতি, উপজেলা বিএনপি র সফল সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান কেশবপুরবাসীর প্রাণপ্রিয় নেতা শহীদ আবু বকর আবু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 



শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আবু বকর আবু হত্যার বিচার দাবির সমন্বয়ক পরিষদের আয়োজনে কেশবপুর পৌরশহরের দৌলত বিশ্বাস চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


আবু বকর আবু হত্যার বিচার দাবির সমন্বয়ক পরিষদের প্রধান সমন্বয়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ।


আবু বকর আবু হত্যার বিচার দাবির সমন্বয়ক পরিষদের যুব সমন্বয়ক ও সাবেক ছাত্রনেতা আব্দুল গফুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, যুগ্ন-আহবায়ক মাসাদুজ্জামান মাসুদ, রেজাউল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর কুতুবউদ্দীন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী।


উপজেলা মহিলা দলের সভানেত্রী নুরুন্নাহার নূরী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, উপজেলা  কৃষকদলের সদস্য সচিব কেএম আজিজ, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাস উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম-আহবায়ক অহেদুর রহমান অন্তু, সাবেক ছাত্রনেতা ফরিদুজ্জামান ফরিদ, প্রভাষক শাহজাহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সম্রাট হোসেন প্রমূখ। 


এসময় উপস্থিত ছিলেন, শহীদ আবু বকর আবুর আপন ভাই আবুল কাসেম, বোন আঞ্জুমান আরা খাতুন, ভাইপো কবিরসহ উপজেলা বিএনপি ও সকল ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শহীদ আবু বকর আবু হত্যার বিচার দাবির সমন্বয়ক পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন