পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (ত্রান ও পুনর্বাসন কমিটি) প্রয়াত আলহাজ্ব আবুল কাশেম মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ (সাতাশে অক্টোবর ২০২৪)। তিনি ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ী গ্রামের একজন শিক্ষিত সজ্জন ব্যক্তি হিসেবে আশপাশের পঞ্চাশ গ্রামে পরিচিত ছিলেন। তিনি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ফৈলজানা ইউনিয়ন পরিষদের (রিলিফ কমিটি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, ফৈলজানা ইউনিয়ন শাখা'র প্রতিষ্ঠাতা সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের অন্তর্গত কচুগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকতার মাধ্যমে শিক্ষকতা শুরু করেন। প্রধান শিক্ষক, কচুগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়,ফৈলজানা, চাটমোহর, পাবনা থেকে অবসর গ্রহণ করেন।
তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে বহু ছাত্র-ছাত্রীদের শিক্ষা দান করেছেন। নিজ সন্তানদের কে মানুষের মত মানুষ করে গড়ে তুলেছেন। তার ছাত্র-ছাত্রীদের মধ্যে আইনজীবী, ডাক্তার, প্রফেসর, শিক্ষক কবি-সাহিত্যিক, সাংবাদিক-গবেষক ও গীতিকার রয়েছেন।
তিনি ব্যক্তি জীবনে পাঁচ (এক পুত্র ও চার কন্যা) সন্তানের জনক। ছেলে ও পুত্র বধূ দুজনেই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বড় মেয়ে কহিনুর আক্তার হাইস্কুলের সিনিয়র শিক্ষক ও সেঝো মেয়ে কাওসার জাহান বিউটি, ছোট মেয়ে কানিজ ফাতিমা এ্যানি দুজনেই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মেঝো মেয়ে কামরুন্নাহার ঊষা একজন পটু গৃহিনী! বড় জামাতা ও সেঝো জামাতা কলেজ শিক্ষক, ছোট জামাতা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মেঝে জামাতা শফিকুল ইসলাম বাচ্চু একজন ইঞ্জিনিয়ার। তার স্ত্রী একজন কোমল মতি আদর্শ মাতা।
তিনি সাতাশে অক্টোবর ২০২১ বাদ ফজর জায় নামাজে বসে তাসবীহ্ তেলোয়াত করতে করতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নেন। আজকে সাতাশে অক্টোবর ২০২৪ মরহুমের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে প্রিয় শিক্ষকের প্রিয় ছাত্র বিশিষ্ট কবি-কলামিস্ট, সাংবাদিক-গবেষক, পরিবেশ ও মানবাধিকার কর্মী, গ্রিনপিস বাংলা, পাবনা জেলা শাখার সভাপতি- এস এম মনিরুজ্জামান আকাশ (প্রভাষক, প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ, চাটমোহর, পাবনা) তিনি তার প্রিয় শিক্ষকের জন্য সকল আলেম-ওলামাসহ মুমিনীন-মুমেনাত সহ সকলের কাছে দোওয়া চেয়েছেন প্রিয় শিক্ষক মরহুম আলহাজ্ব আবুল কাশেম মাস্টারের জন্য।
এ ছাড়াও আরেক প্রিয় ছাত্র বিশিষ্ট সাংবাদিক এস এম এরশাদ আলম মনি সরকারও তার প্রিয় শিক্ষকের জন্য সকলের কাছে দোওয়া চেয়েছেন।