ঢাকা | বঙ্গাব্দ

ভৈরবে নিখোঁজের একদিন পর ভাড়াটিয়ার ড্রয়ার থেকে শিশুর মরদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ 02-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 47413 জন
ভৈরবে নিখোঁজের একদিন পর ভাড়াটিয়ার ড্রয়ার থেকে শিশুর মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জের ভৈরবে  নিখোঁজের একদিন পর বাড়ির ভাড়াটিয়ার ওয়্যারড্রবের ড্রয়ার তিন বছরের শিশু সাহালের মরদেহ উদ্ধার করেছে ভৈরব থানার পুলিশ। এ  ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বাসার ভাড়াটিয়া হাছান মিয়া(৩৮)কে গ্রেফতার  করেছে পুলিশ।


মঙ্গলবার, ৩১ডিসেম্বর ভোরে ভৈরব পৌর সদরের পঞ্চবটি এলাকার নতুন রাস্তা সংলগ্ন বলাকা স্কুলের পিছনের দিল মোহাম্মদের বাসার ভাড়াটিয়া হাছান মিয়ার বসতঘরের ওয়্যারড্রবের ড্রয়ার থেকে মরদেহটি উদ্ধার  করে পুলিশ।


নিহত শিশু সাহাল (৩) ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের  কাতার প্রবাসী সানাউল্লাহ’র ছেলে। এদিকে হত্যাকাণ্ডে জড়িত হাছান মিয়ার সাথে শিশুটির মা আমেনা বেগমের পরকীয়ার সম্পর্ক ছিল বলে প্রতিবেশীদের সূত্রে জানা গেছে।


পুলিশ জানায়, শিশু সাহাল সোমবার সন্ধ্যায় তার মায়ের সাথে মাগরিবের নামাজ পড়ে। এরপর হঠাৎ বিদ্যুত চলে যায়। বিদ্যুত আসার পর থেকে সাহালকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে শিশুর মা আমেনা বেগম ভৈরবে থানায় একটি জিডি করেন।


এরপর পুলিশ শিশুটির খোঁজে মাঠে নামে। অনেক খুঁজেও রাতে শিশুটির কোন সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার ভোরে কিছু তথ্যের ভিত্তিতে ঘরের তালা ভেঙ্গে পুলিশ ভাড়াটিয়া হাসান মিয়ার বসতঘরে তল্লাসি চালায় পুলিশ। এক পর্যায়ে কিছু আলামতের ভিত্তিতে ঘরে রাখা একটি ওয়্যারড্রবের ড্রয়ার খুলে মুখে স্কচটেপ পেঁচানো শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।


ভৈরব থানার ওসি শাহিন মিয়া স্বাধীন ৭১ কে  জানান, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারনা করছি।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন