ঢাকা | বঙ্গাব্দ

হোসেনপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • আপলোড তারিখঃ 15-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 134319 জন
হোসেনপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” -এ প্রতিপাদ্যেকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।


মঙ্গলবার , ১৫ অক্টোবর সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর অফিসের আয়োজনে হাত ধোয়া প্রদর্শন,র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল।


এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদ – আল- সোহান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আবুল কালাম আজাদ, সমাজসেবা অফিসার মো. এহছানুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক হোসাইন উজ্জ্বল,উপজেলা শিক্ষা অফিসার মো. নূরুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মাজহারুল ইসলাম, হোসেনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন মানিক,কালবেলা প্রতিনিধি ও মোহনা টেলিভিশন প্রতিনিধি উজ্জ্বল কুমার সরকার এবং আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মো: খায়রুল ইসলাম প্রমুখ।


সভায় উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল বলেন, হাত ধোয়া একটি জনসচেতনতা তৈরি উদ্বুদ্ধ করণের জন্য চালানো একটি প্রচার মূলক দিবস।


প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী এটি পালিত হয়ে থাকে। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়ে থাকে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন