ঢাকা | বঙ্গাব্দ

কয়রা উপজেলায় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন এফ,এম সাইফুজ্জামান সভাপতি আসাদুল হক সদস্য সচিব

  • আপলোড তারিখঃ 11-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 139670 জন
কয়রা উপজেলায় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন এফ,এম সাইফুজ্জামান সভাপতি আসাদুল হক সদস্য সচিব ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আজ জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউণ্ডেশন কয়রা উপজেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।


আজ (১০ অক্টোবর) বৃহস্পতিবার বিকাল ৫ টায় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউণ্ডেশন কয়রা উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউণ্ডেশন এর খুলনা জেলা সহ-সভাপতি অরবিন্দু কুমার মণ্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউণ্ডেশন এর খুলনা জেলা শাখার সভাপতি প্রভাষক দয়াল কৃষ্ণ সানা, বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করে  বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউণ্ডেশন এর খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহেল, পাইকগাছা উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল ইসলাম, কয়রা উপজেলা শাখার সভাপতি এফ এম  সাইফুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক মোঃ আছাদুল হক সহ  প্রমুখ।


উক্ত সভার আলোচনা শেষে  জনাব এফ এম  সাইফুজ্জামান সুমনকে সভাপতি (দৈনিক বিকাল বার্তা) এবং মোঃ আছাদুল হককে সাধারণ সম্পাদক (২৬ নিউজ ) জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউণ্ডেশন এর কয়রা উপজেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 


ফাউন্ডেশন এর অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রাম প্রসাদ সরদার- (দৈনিক সারাদেশ) সহ-সভাপতি আবু ওবায়দা- (দৈনিক  সংগ্রাম) যুগ্মসম্পাদক মোঃ ফরহাদ হোসেন- (দৈনিক কালবেলা) ও জি,এম আবু সাঈদ মিন্টু- (স্বাধীন ৭১) সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর- (দৈনিক নব দিগন্ত) দপ্তর সম্পাদক অশোক মণ্ডল- (দৈনিক সময়ের স্বাক্ষী) অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শিলন হোসেন- (দৈনিক দূর্নীতির সংবাদ) প্রচার সম্পাদক এফ এম মারুফুজ্জামান- (২৬ নিউজ) মহিলা সম্পাদক নিলুফা ইয়াসমিন- (দৈনিক সকালের শিরোনাম) সমাজ কল্যাণ সম্পাদক জিএম আজিজুল হক- (দৈনিক নয়া দিগন্ত), ক্রীড়া সম্পাদক অলোক কুমার মণ্ডল- (দৈনিক মানবাধিকার) নির্বাহী সদস্য শেখ জাহাঙ্গীর কবির টুলু- (দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন) ও সদস্য মোঃ সাহেব আলী- (দৈনিক শীর্ষ খবর)উক্ত কমিটি গঠন শেষে উক্ত কমিটির আওতাধীন সকল সদস্যদের একত্রিতভাবে কাজ করার জন্য বিশেষভাবে আহ্বান জানান জেলার সভাপতি ও সদস্য সচিববৃন্দ।


উক্ত সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের নবগঠিত সকল সদস্যকে কয়রাও উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। 


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন