ঢাকা | বঙ্গাব্দ

ঝালকাঠিতে বিএনপির মত বিনিময় সভা

  • আপলোড তারিখঃ 03-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 147486 জন
ঝালকাঠিতে বিএনপির মত বিনিময় সভা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

গতকাল ১লা অক্টোবার বিকেল ৪ টায় ঝালকাঠি পৌর বিএনপির ৮নং ওয়ার্ডে বিএনপি এবং অঙ্গ সংগঠন ও স্থানীয় জনসাধারণের সাথে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গননে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপি'র সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন, ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. মোঃ নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মাহেব হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে)।


এ্যাড. মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসার এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দীর্ঘ ১৬ বছরের লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় গুম, খুন নির্যাতনের আর হাজার হাজার লাশের বিনিময়ে  দেশ পুনরায় স্বাধীন হয়েছে। বিএনির শত শত হাজার হাজার নেতাকর্মী সহ ছাত্র জনতার ত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরন করবে।


ফ্যাসিষ্ট পতিত আওয়ামী সরকারের গণতন্ত্র গলাটিপে হত্যার  স্বরযন্ত্র এখনো শেষ হয়নি হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া দোষররা গভীর ষড়যন্ত্রে  লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের মজবুদ ভিত্তি তৈরি করতে  ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামে আমাদের রাজপথে থাকতে হবে আসন্ন দুর্গাপুজা সকলে নির্বিঘ্নে পালন করার জন্য জাতীয়তাবাদী পরিবারের সকলে পাশে থাকবে কোন বিশৃঙ্খলা কেহ সৃষ্টি করতে চাইলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। আইন শৃঙ্খলা ঠিক রাখতে সকলকে ভুমিকা রাখতে হবে।


দলের নাম ভাঙ্গিয়ে কেহ বিশৃংখলা বা অনৈতিক সুবিধা নেয়ায় চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে আওয়ামী লীগ এর দোষর পেতাত্মাদের সকল স্বরযন্ত্র প্রতিহত করে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করা হবে দুঃসময়ে রাজপথে যারা ছিল তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে সকলকে নিয়ে পরবর্তী সংগ্রামে রাজপথে থাকার আহবান জানান ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ নাছির হোসেন এবং যুবদল  নেতা মোঃ রুবেল ফকির ও ছাত্র নেতা শাহিন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।


ঝালকাঠি জেলা জেএসডির সভাপতি মোঃ সোহরাব হোসেন তালুকদার, ঝালকাঠি পৌর বিএনপির সিনিঃ সহ-সভাপতি দ্বীন ইসলাম, যুগ্ম সম্পাদক আঃ রাজ্জাক রনি, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ হেমায়েত মল্লিক, বিনয়কাঠী ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রহিম রফিক সরদার, জেলা জাসাসের সভাপতি মোঃ মনির হোসেন, জেলা তাঁতী দলের সভাপতি জাহাঙ্গির আলম জুয়েল, ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু, যুগ্ম সম্পাদক সৈয়দ আলী হাসান, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ইয়াসির আরাফাত মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনি: যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ, ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম মিয়া, বিএনপি নেতা মোঃ হানিফ হাওলাদার, মিজানুর রহমান ফরাজী প্রমুখ। 



অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠী পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মাসুুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ বিপ্লব গাজী,সাংগঠনিক সম্পাদক  কিবরিয়া তালুকদার, সন্তুপাল, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রফিক হাওলাদার, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম জুবায়ের,  জেলা ছাত্র দলের সহ-সভাপতি খালিদ বিন জেকি, শহারিয়ার খান সোহেল,  যুবায়ের তালুকদার মেশকাত, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শামিম মৃধা, যুগ্ম সম্পাদক মোঃ সাব্বির হোসেন, ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সিনি: যুগ্ম আহবায়ক  মোঃ রাকিব হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ আরিফ হোসেন প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন