ঢাকা | বঙ্গাব্দ

স্বৈরাচারের পতন ও গণতন্ত্রের পথে যাত্রা উপলক্ষে শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা এবং গণ সমাবেশ

  • আপলোড তারিখঃ 24-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 156803 জন
স্বৈরাচারের পতন ও গণতন্ত্রের পথে যাত্রা উপলক্ষে শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা এবং গণ সমাবেশ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

জেলা বিএনপির জনসভাকে কেন্দ্র করে গোটা কিশোরগঞ্জ শহর যেন জন সমুদ্রে রূপ নিয়েছিল। বেলা ১১টা থেকে কিশোরগঞ্জ ও এর আশেপাশের উপজেলাগুলো থেকে ছোট বড় মিছিল নিয়ে বিএনপি’র নেতাকর্মীরা জড়ো থাকে শহরের পুরাতন স্টেডিয়ামে পুরো শহরটা রূপ নিয়েছিল মিছিলের নগরীতে।



সোমবার, ২৩সেপ্টেম্বর বিকেল ৪টায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল জনসভাকে কেন্দ্র করে কানায় কানায় ভরে যায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া।


জনসভায় তারেক রহমান বর্তমান অন্তবর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের মানুষের আশা-প্রত্যাশা পূরণ করতে সক্ষম হব। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই দেশে রাজনৈতিক মুক্তির পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির পথও বের করতে হবে যদি আমরা জাতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে পারি, তাহলে আমরা অর্থনৈতিকসহ সব দিক থেকেই মুক্তি পেতে সফল হব।


এ জন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি বলেন, স্বৈরাচারকে বিদায় করেছি, অল্প লক্ষ্য পূরণ হয়েছে সামনে আরও অনেক পথ বাকি আছে সেই পথ পাড়ি দিতে পারলে মানুষের ভোটের অধিকারও নিশ্চিত হবে।



সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিএনপির নেতাকর্মীদের জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী ফ্যাসিবাদ সরকারকে আমরা বলেছিলাম পদত্যাগ করতে কিন্তু তারা তা করেনি, এখন তারা দেশত্যাগে বাধ্য হয়েছে। কেননা আওয়ামী লীগ জনগণের সরকার ছিল না বলেই তাদের আজ এমন দুর্দশায় পড়তে হয়েছে। জনসভায় আন্দোলনে কিশোরগঞ্জের শহীদদের প্রত্যেক পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় এ সময় শহীদদের স্বজনদের অনেকে বক্তৃতায় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।


জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহীন প্রিন্স।


জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে এছাড়াও বক্তৃতা করেন সাবেক বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম খান চুন্নু, সহ-সভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি হাজী ইসরাঈল মিয়া, আমিনুল ইসলাম আশফাক প্রমুখ এ সময় কেন্দ্রীয় ও জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন