চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জহির উদ্দিন বেপারী বাড়ির মরহুম সিরাজ ডাক্তারের নাতি, তাজুল ইসলামের ছোট ছেলে আজিম ফায়জুল আজ রবিবার (২২সেপ্টেম্বর ) সকাল ১০টা, ৩০মিনিটে বাড়ির পুকুরে ঘাটলায় গিয়ে পানিতে পড়ে মৃত্যুবরণ করে।
তার আনুমানিক বয়স হয়েছিল প্রায় ২বছর দুই মাস।প্রতিদিনের ন্যায় আজিম ফায়জুলের মা সাংসারিক কাজ কর্ম করতেন, বাবা তাজুল ইসলাম বাড়ির পাশে একটি ইলেকট্রিকের দোকান করতেন তার দুইটি ছেলে, একটি ছেলে পাশে একটি মাদ্রাসায় পড়াশোনা করে ছোট ছেলে তার মায়ের সাথে ঘরেই ছিল মায়ের চোখ ফাঁকি দিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায়।
সকাল আনুমানিক ১০ঃ৩০ মিনিটে সময় ফায়জুলের বাড়ির দাদী নেপুরজান গরুর জন্য ভাতের মার আনার জন্য পাক ঘরে যান সামনে পুকুর তিনি দেখতে পান যে পুকুরে কি যেন ভেসে উঠেছে, সামনে গিয়ে দেখতে পান শিশুর লাশ বেসে উঠেছে নেপুরজান লাশ পুকুর থেকে তুলে ডাক চিৎকার করলে আশে-পাশের ঘরের লোকজন এসে এই করুন দৃশ্য দেখতে পায়।
ফাইজুলের বাবা তাজুল ইসলাম ও মা দুজনই মৃত দেখতে পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় পানির থেকে উদ্ধার করে তাকে দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরী বিভাগের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শিশুটির মৃত্যুর সংবাদ শুনে আশে -পাশের লোকজনের মাঝে আহাজারী সৃষ্টি হয় এবং শোকের ছায়া নেমে আসে তার এই অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।