ঢাকা | বঙ্গাব্দ

পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম,আহত ২

  • আপলোড তারিখঃ 12-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 166677 জন
পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম,আহত ২ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ভোলা সদর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুইজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আহত দুজনেই ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে ভোলা সদর উপজেলা ভেদুরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মজিবুর হাজী বাড়ীতে এই ঘটনা ঘটে। 

আহতরা হলেন, মোঃ মাইনুদ্দিন তাছনুর বেগম বর্তমানে আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের কাছ থেকে বক্তব্য আনতে গিয়ে বাজে বিপত্তি যার সাথে এই বিষয় কথা বলি তারাই বলেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তাই এই বিষয় স্থানীয়দের কাছ থেকে বক্তব্য আনা সক্ষম হয়নি। 

আহত ভুক্তভোগীরা জানান, আমাদের প্রতিবেশী সিরাজ গংদের সাথে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা ছিল।আজ আমাদের স মিলের পাশে কাটা গাছ সরানোকে কেন্দ্র করে  মোঃসিরাজ, মোঃ স্বাধীন, মোঃ আনোয়ার,ও আকবর ধারালো অস্ত্র দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।

এই ঘটনার বিষয় অভিযুক্তদের সাথে কথা বললে তারা জানান, স মিলের গাছ সরানো কে কেন্দ্র করে তর্ক বিতর্ক হলে মাইনুদ্দিন ও তার পরিবার আমাদের উপর অতর্কিত হামলা চালায়। 

এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভুক্তভোগীর পরিবার জানান, আমরা এখনো থানায় কোন অভিযোগ করিনি। তবে আদালতে মামলা দায়ের করব।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন