ঢাকা | বঙ্গাব্দ

ইবির ঐক্যমঞ্চের আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব নাহিদ

  • আপলোড তারিখঃ 12-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 166794 জন
ইবির ঐক্যমঞ্চের আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব নাহিদ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক, সাংস্কৃতিক  ও সেচ্ছাসেবী সংগঠনগুলোর জোট (ঐক্যমঞ্চ) এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এতে আহ্বায়ক হিসেবে ইয়াসিরুল কবির সৌরভ এবং সদস্য সচিব হিসেবে নাহিদুর রহমান মনোনীত হয়েছেন।


মঙ্গলবার (১০সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ঐক্যমঞ্চের কক্ষে সদ্য সাবেক আহ্বায়ক রাবেয়া খাতুনের সভাপতিত্বে এবং ঐক্যমঞ্চেভুক্ত ১২ টি সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। তারা আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।


এসময় সভায় উপস্থিত ছিলেন রোটারঅ্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মুনঞ্জুরুল ইসলাম নাহিদ এসময় তিনি বিশ্ববিদ্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ফান্ডের বিষয় উল্লেখপূর্বক ঐক্যমঞ্চের পরবর্তী কার্যক্রমের বিষয়ে দিক নির্দেশনা দেন। 


সদস্য সচিব হিসেবে মোঃ নাহিদুর রহমান ঐক্যমঞ্চের পরবর্তী কার্যক্রমে এর অধিভুক্ত সংগঠন গুলোকে স্বতস্ফুর্ত অংশগ্রহণে আহ্বান করেন।


নব নির্বাচিত আহ্বায়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার সূচনালগ্নে ঐক্যমঞ্চের দায়িত্ব পালনে এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দাবি আদায়ে সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। 


সদ্য বিদায়ী আহ্বায়ক রাবেয়া খাতুন বলেন, ঐক্যমঞ্চ আসলে সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলোর ঐক্যের জায়গা ৷ সবাইকে একতাবদ্ধ হয়ে বিশ্ববদ্যালয় ও দেশের সংকটকালীন সময়ে সহযোগিতায় এগিয়ে আসতে হবে। সুতরাং নতুন দায়িত্বশীলদের প্রতি আহ্বান থাকবে সব সংগঠনকে নিয়ে শান্তিপূর্ণভাবে ঐক্যমঞ্চকে পরিচালনা করার।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন