নাসির নগর ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরে চলতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাদান ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচন করা হয়। গত ৫ সেপ্টেম্বর নাসির নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া (সভাপতি-
প্রাথমিক শিক্ষক পদক প্রদান কমিটি) ও নাসির উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল মিয়া (সদস্য সচিব-প্রাথমিক শিক্ষক পদক প্রদান কমিটি) স্বাক্ষরিত প্রেস নোটে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ঘোষণা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন শ্রীঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুল ইসলাম।
তিনি ১৯৮২ সালের একুশে মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম তোলন মিয়া ও মাতার নাম আলেদা বেগম।
তিনি ১৯৯৭ সালে এসএসসি, ১৯৯৯সালে এইচএসসি, ২০০২ সালে বিএ, ২০০৪ সালে এমএ পাশ করেন। ২০০৬ সালে বিএড করেন ও ২০১৬ সালে আইন বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন।
তিনি সহকারী শিক্ষক পদে পহেলা ফেব্রুয়ারিতে ২০০৫ এ বিটই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।
১৯শে সেপ্টেম্বর ২০২০ প্রধান শিক্ষক হিসেবে ৭(১)খ তে পদোন্নতি লাভ করেন ও আখাউড়া উপজেলার টনকী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। সেখানে এক বছর কাল অতিবাহিত করে কিফাত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বদলী হন, পরে নাসিরনগর উপজেলায় শ্রীঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি কুমিল্লা পিটিআই ইনস্ট্রিটিউট থেকে ১০ দিনের ট্রেনিং করে নাসির নগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অধীনে বাংলা বিষয়ে মাষ্টার ট্রেইনার হিসেবে ২০২৩ সালে থেকে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি ব্যক্তি জীবনে এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
কন্যা জান্নাতুল ফেরদৌস, নাসির নগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে ও
পুত্র মোহাম্মদ নুরুল ইসলাম আতিক, শ্রীঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে।
তার স্ত্রী মোছাঃ নুরজাহান বেগম, সহকারী শিক্ষক শ্রীঘর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।
তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় সর্বশক্তিমান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন ও বয়োজ্যেষ্ঠ মুরুব্বিদের দোওয়ার প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছেন। সকলের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মোহাম্মদ আনিসুল ইসলাম নাসির নগর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ঢাকাস্থ আইন কানুন একাডেমি ও জুসি ল-র কর্নধার অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, (দিনাজপুর জেলা বার থেকে) অ্যাডভোকেট রেজাউল ইসলাম, অ্যাডভোকেট নুরে জান্নাত ও মাসুদ রানা, (মানিকগঞ্জ জেলা বার থেকে) অ্যাডভোকেট সৈকত মাহমুদ,(পাবনা জেলা বার থেকে) অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ আল ইমরান ও আলী আজম খান,(খুলনা জেলা বার থেকে) অ্যাডভোকেট ওযায়ের আনসারী, অ্যাডভোকেট শাহীনা খাতুন, জোবাঈদা শম্পা,
(টাঙ্গাইল জেলা বার থেকে) অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট রাজিয়া সিদ্দিকী , (ঠাকুরগাঁও জেলা বার থেকে) অ্যাডভোকেট মোঃ রেজাউল করিম, (লালমনিরহাট জেলা বার থেকে) অ্যাডভোকেট জয়নাল আবেদীন, (চট্রগ্রাম জেলা বার থেকে) অ্যাডভোকেট করামুল্লাহ ও অ্যাডভোকেট নিশাত সুলতানা খানম, (ময়মনসিংহ জেলা বার থেকে) অ্যাডভোকেট মোঃ তোফায়েল হোসেন তোফা ও অ্যাডভোকেট মোঃ ফারুক খান।
(ঢাকা বার থেকে) অ্যাডভোকেট মৌ ফারজানা, অ্যাডভোকেট মাহমুদা খানম,
অ্যাডভোকেট মোঃ রজব আলী, অ্যাডভোকেট আফরিন আক্তার, অ্যাডভোকেট নিপা হাবিব, অ্যাডভোকেট দিপু রহমান, অ্যাডভোকেট তানজিমা ইতু, অ্যাডভোকেট নীলা চৌধুরী, (কিশোরগঞ্জ জেলা বার থেকে) অ্যাডভোকেট আজিজুল হক আজিম, অ্যাডভোকেট সুমিত্রা দেবী, অ্যাডভোকেট হাবিবা খানম ইপা, অ্যাডভোকেট সালমা খাতুন, (চাঁদপুর জেলা বার থেকে) অ্যাডভোকেট মোঃ মহিউদ্দিন মহিন ও অ্যাডভোকেট সুচিত্রা সাহা,
(সুনামগঞ্জ জেলা বার থেকে) অ্যাডভোকেট মোঃ আব্দুল মুছাব্বির, (বাগেরহাট জেলা বার থেকে) অ্যাডভোকেট মোঃ আক্তারুজ্জামান শাহীন, (সিলেট জেলা বার থেকে) অ্যাডভোকেট মোঃ আব্দুল কাদির, (হবিগঞ্জ জেলা বার থেকে) অ্যাডভোকেট আজিজুন্নেসা রেবা, (শেরপুর জেলা বার থেকে) অ্যাডভোকেট ওসমান গনি, (বগুড়া জেলা বার থেকে) অ্যাডভোকেট মোঃ মোজাম্মেল হক ও আলীমুল রাজি, (রংপুর জেলা বার থেকে) অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম, (জয়পুরহাট জেলা বার থেকে) অ্যাডভোকেট আব্দুর রহিম জয় ও অ্যাডভোকেট মাহবুবা সুলতানা, (রাজশাহী জেলা বার থেকে) অ্যাডভোকেট আসমাউল হুসনা, (নাটোর জেলা বার থেকে) অ্যাডভোকেট মোঃ মোখলেছুর রহমান, (নওগাঁ জেলা বার থেকে) অ্যাডভোকেট মোঃ ফিরোজ শাহ মোল্লা, (নীলফামারী জেলা বার থেকে) অ্যাডভোকেট মোঃ আবুল হোসেন,
(জামালপুর জেলা বার থেকে)অ্যাডভোকেট মোঃ মোখলেছুর রহমান,(ফরিদপুর জেলা বার থেকে) অ্যাডভোকেট এমরান আলী রিমন, মিজানুর রহমান, রফিকুল ইসলাম সোহেল,(গোপালগঞ্জ জেলা বার থেকে) শেখ সাজ্জাদুর রহমান, (পটুয়াখালী জেলা বার থেকে) মোঃ শফিকুল ইসলাম, (ভোলা জেলা বার থেকে) অ্যাডভোকেট মোঃ আসাদ মন্ডল, (সাতক্ষীরা জেলা বার থেকে) অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম, (মাগুড়া জেলা বার থেকে) অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন, (যশোর জেলা বার থেকে) অ্যাডভোকেট বিপ্লব কুমার শীল,
(নরসিংদী জেলা বার থেকে) অ্যাডভোকেট রবিউল আলম, ইফতেখার লিমন, (মুন্সিগঞ্জ জেলা বার থেকে) অ্যাডভোকেট মনিরা জামান ডালিয়া ও ইফতেখার, (গাজীপুর জেলা বার থেকে) অ্যাডভোকেট জাবেদ আলী ও সাবিহা ঋতু।
(ব্রাহ্মণবাড়িয়া জেলা বার থেকে) অ্যাডভোকেট মোঃ রাফি উদ্দিন, (বরিশাল জেলা বার থেকে) অ্যাডভোকেট প্রদীপ কুমার হালদার ও রতম কুমার দাস,
(কুমিল্লা জেলা বার থেকে) অ্যাডভোকেট মাহমুদুল হাসান, অ্যাডভোকেট বাশার মির্জা, (শরীয়তপুর জেলা বার থেকে) অ্যাডভোকেট নুরুজ্জামান শিপন ও টুম্পা রানী রাউথ, (নড়াইল জেলা বার থেকে) অ্যাডভোকেট রুমানা খোন্দকার, (নেত্রকোনা জেলা বার থেকে) অ্যাডভোকেট জাকির হোসেন তানভীর ও নুরুল ইসলাম সজীব, (বরগুনা জেলা বার থেকে) অ্যাডভোকেট মোঃ শাহীন হোসেন, (রাজবাড়ি জেলা বার থেকে) অ্যাডভোকেট মেহেদী হাসান বাপ্পী ও মিতালী রানী,(ঝিনাইদহ জেলা বার থেকে) অ্যাডভোকেট কুলসুম লতা,(সিরাজগঞ্জ জেলা বার থেকে) অ্যাডভোকেট মোঃ সুজন মিয়া ও অ্যাডভোকেট কুলসুম খাতুন, (কুষ্টিয়া জেলা বার থেকে) অ্যাডভোকেট মোঃ মমিনুল ইসলাম,
(কক্সবাজার জেলা বার থেকে) অ্যাডভোকেট মামুনুর রশিদ ও অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।
পাবনা জেলার বিশিষ্ট কবি-কলামিস্ট, সাংবাদিক-গবেষক, পরিবেশ ও মানবাধিকার কর্মী, গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার সভাপতি এস এম মনিরুজ্জামান আকাশ।
তিনি মোহাম্মদ আনিসুল ইসলাম এর এই অর্জনে বিশেষ আনিসুল ইসলাম এর প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন এবং এই সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করতে নীতি আদর্শের উপর অবিচল থেকে সততা-নিষ্ঠা বজায় রেখে কাজ করতে পথ চলতে মোহাম্মদ আনিসুল ইসলামকে অনুরোধ করেছেন।