ময়মনসিংহের নান্দাইলে রোপা আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ২ টায় উপজেলার সাভার গ্রামে সাভার ব্লকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোছা. নাছরিন আক্তার বানু।
নান্দাইল উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মো. এনায়েত উল্লাহ্নু অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু মোহাম্মদ তারিফ সহ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা রোপা আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধি সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মতবিনিময় সভায় ২০০ জন কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।