ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জে দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  • আপলোড তারিখঃ 04-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 109885 জন
কিশোরগঞ্জে দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার অভিযোগে দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

গ্রেফতার দুইজনের মধ্যে মো. শফিকুল ইসলাম(৪৫) পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মো. নাজমুল হুদা রুবেল বুরুদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

শনিবার, ২ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে জিএমপি গাছা থানাধীন সাইবোর্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিক দেন  বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।

তিনি আরো জানান, গত ২০ জুলাই  সকাল অনুমান ১০টা থেকে ৩টা  পর্যন্ত এজাহার নামীয় পলাতক  আসামিগণ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন নারান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম(৪৫) ও বুরুদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. নাজমুল হুদা রুবেল (৩৮) সহ এজাহারনামীয় অন্যান্য আসামিগণ বে-আইনী জনতাবদ্ধে দা, রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেল, পাইপগান,শটগান ও পিস্তলসহ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন পাকুন্দিয়া বাজার সংলগ্ন ডাকবাংলো মোড় ও বটতলা এলাকায় ছাত্র জনতার মিছিলের উপর হামলা করে। এতে বাদী মোস্তফাসহ অনেক ছাত্র জনতা গুরুত্বর আহত ও গুলিবিদ্ধ হন। এ বিষয়ে মো. মোস্তফা বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার একটি মামলা দায়ের করেন।

এই মামলার প্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়ে গোয়েন্দা তৎপরতা চালাতে থাকে এবং পলাতক দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে।  ওই মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন