ঢাকা | বঙ্গাব্দ

পেঁয়াজের বাজারে অস্থিরতা

  • আপলোড তারিখঃ 07-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 239241 জন
পেঁয়াজের বাজারে অস্থিরতা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জের করিমগঞ্জে পেঁয়াজের বাজারে অস্থিরতা বিরাজ করছে এক সপ্তাহে  কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম বেড়েছে দাবি ব্যবসায়ীদের তবে ক্রেতাদের অভিযোগ দাম বৃদ্ধির পেছনে রয়েছে ব্যবসায়ীদের সিন্ডিকেট।


পেঁয়াজের মতো বৃদ্ধি পেয়েছে সবজির দাম। এতে বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষ করিমগঞ্জ উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ ১০৫ টাকা থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ এক সপ্তাহ আগেও করিমগঞ্জে পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকায়।



ক্রেতাদের অভিযোগ, কঠোর বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা যেভাবে পারছেন সেভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করছেন একেক সময় একেক অজুহাত দাঁড় করিয়ে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে ক্রেতাদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছেন। মূলত করিমগঞ্জের পাইকারী আড়ত কতিপয় ব্যবসায়ী মিলে  সিন্ডিকেট করে নিত্য পণ্য দাম বাড়িয়ে থাকেন বলে অভিযোগ তাদের।


ব্যবসায়ীরা জানান,মূলত বাজারে সরবরাহ কম ও আমদানিকৃত পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় পাইকারি বাজারেও দাম বেড়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন