ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় পানিতে ডুবে একই পরিবারের ২ বোনের মৃত্যু হয়েছে

  • আপলোড তারিখঃ 05-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 243057 জন
ভোলায় পানিতে ডুবে একই পরিবারের ২ বোনের মৃত্যু হয়েছে ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ভোলায় পুকুরে ডুবে হাবিবা আক্তার (৫) এবং হালিমা আক্তার (৮) নামে একই পরিবারের দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বাঘমারা গ্রামের শফিক মাতব্বর বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ভোলা সদর থানার ওসি মনির হোসেন মিঞা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত দুই শিশু ওই গ্রামের মো: শফিক মাতব্বরের মেয়ে।

পানিতে পরে নিহত দুই শিশুর চাচা তানজিল আহমেদ তানহা জানান, বুধবার দুপুর ১টার দিকে বাড়ির সবার অগোচরে তারা পুকুরে গোসল করতে যায়। স্বজনরা দীর্ঘক্ষণ তাদের না দেখতে পেয়ে অনেক খোজাখুজি শুরু করেন। এরপর এক পর্যায়ে ইয়ানুর নামের এক তরুণী দেখেন হাবিবার পায়ের জুতা পুকুরে ভাসছে। এরপর পরিবারের লোকজন পানিতে নেমে দুই শিশুকে  উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে পরিবারের আদরের দুই শিশু সন্তানকে হারিয়ে শোকে কাতর পুরো পরিবার সহ এলাকাবাসী। মর্মান্তিক এই মৃত্যুতে বাঘমারা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। ভোলা সদর থানার ওসি মোঃ মনির হোসেন মিঞা জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন