ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় কঠিন ও জটিল রোগে আক্রান্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

  • আপলোড তারিখঃ 02-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 241687 জন
ভোলায় কঠিন ও জটিল রোগে আক্রান্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ভোলায় অস্বচ্ছল ক্যান্সার, কিডনি- লিভার সিরোসিস, স্টকে প্যারালাইজ, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ২০ জনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 


মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১ টায় ভোলা সদর উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে রোগীদের মাঝে ৫০ হাজার টাকার সহায়তা চেক তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ মিয়া।


ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম আলী নেওয়াজ পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আক্তার চৌধুরী ও উপজেলা সমাজসেবা অফিসার মো. বাহাউদ্দিন। 


উল্লেখ্য ক্যান্সারে আক্রান্ত ১৫ জন, কিডনি রোগে ৩ জন, স্ট্রোকে প্যারালাইজড ১ জন ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ১ জনসহ মোট ২০ জনকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন