ঢাকা | বঙ্গাব্দ

করিমগঞ্জে দৈনিক ১৮ ঘন্টা লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

  • আপলোড তারিখঃ 25-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 151802 জন
করিমগঞ্জে দৈনিক ১৮ ঘন্টা লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় দিনে ২৪ ঘন্টার মধ্যে গড়ে ১৮ ঘন্টা  বিদ্যুৎ থাকছেনা বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন উপজেলার জনমানুষ করিমগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে করিমগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সঞ্চালন করা হয়।



এলাকার লোকজন বলেন,করিমগঞ্জ উপজেলায় গড়ে ১৮ ঘন্টা বিদ্যুৎহীন থাকে একবার বিদ্যুৎ গেলে  দীর্ঘক্ষণ পর আসে এতে বাসা বাড়িতে থাকা বৈদ্যুতিক মোটরগুলো চালাতে না পেরে পানি সংকটে চরম বিপাকে উপজেলার মানুষ।


বেসরকারি চাকরীজীবী আসাদুজ্জামান বলেন,বিদ্যুৎ চলে যাওয়ার পর দীর্ঘক্ষণ পর বিদ্যুৎ আসে দিনে ২৪ ঘন্টার মধ্যে গড়ে ১৮ ঘন্টা বিদ্যুৎ থাকে না একবার বিদ্যুৎ চলে গেলে,দীর্ঘক্ষণ পর আসায় বৈদ্যুতিক মোটর চালাতে না পারায় পানির সংকটে পড়েছি ধীতপুর এলাকার বাসিন্দা মহি উদ্দিন বলেন, দিনে বিদ্যুৎ বিভ্রাট খুবই হতাশাজনক আমরা বিদ্যুৎ বিভ্রাটের শিকার।


অভিযোগ প্রসঙ্গে করিমগঞ্জ উপজেলা পল্লীরবিদ্যুৎ সমিতির ডিজিএম (চ:দা:)মোহাম্মদ আখতার উজ জামান মুঠোফোনে  বলেন,আমরা চেষ্টা করছি বিদ্যুৎ সরবরাহ ২৪ ঘন্টার মধ্যে গড়ে  ১২ ঘন্টা  স্বাভাবিক রাখার বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন