বিচিত্র জীবন
এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি(অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।
জীবন সত্যিই তুমি বড় বিচিত্র-
তোমার মায়ায় আছি পড়ে এখানে,
থাকতে ইচ্ছা করেনা! যদিও-
আছি তবুও কিছু ব্যস্ততাকে দেখতে...
হয়তো বদ্ধ ঘরেই রুদ্ধই থেকে যাবো-
পাবো না একটু আলোর পরশ,
যাতে জীবন তোমাকে সাজাবো-
জাহির করতে এ নব্য সমাজে!
জীবন তোমার বাস্তবতা বড়ই কঠিন-
বাস্তবতার কাছে প্রতিনিয়ত হার মানি,
তবুও বাস্তবতার কাছে ছুটে যাই-
একটু ব্যথা পেতে যা অসামান্য!
জীবন তুমি কি দিয়েছো আমায়-
যার প্রতিদান দেবো তোমাকে আমি,
যা দিয়েছো তাতো কিছুই নয়-
প্রয়োজন বেশি তারোও বেশি...
আঁধারের মাঝে থেকে পেতে চাই-
আলো; মুক্তি স্বাধীনতা যা প্রয়োজন,
চলার তাগিদে পরিপূর্ণ ভাবে-
যাতে কাটবে স্বাধীন ভাবে জীবন!
জীবন তুমি সত্যিই বড় বিচিত্র-
আমাকে করেছো পাগল সময়ে,
দিয়েছো জ্বালা-যন্ত্রনা ব্যথা দুঃখ কষ্ট-
যা আমার কাম্য ছিলোনা কভুও......
(রচনাকালঃ পহেলা মে'২০০৫ ঈশায়ী,
বিকেলঃ ০৪:৫২__০৬:০০,
পাবনা কামিল মাদ্রাসা ছাত্রাবাস, কক্ষ নং আট)
নিউজটি পোস্ট করেছেন :
মোঃ সেলিম মিয়া