ঢাকা | বঙ্গাব্দ

শব্দ দূষণ সচেতনতা বৃদ্ধিতে এসপেরিয়ার সাইকেল র‍্যালি চট্টগ্রামে

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : May 2, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 2863 জন
শব্দ দূষণ সচেতনতা বৃদ্ধিতে এসপেরিয়ার সাইকেল র‍্যালি চট্টগ্রামে ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728


 চট্টগ্রাম  র‍্যালিটি সকাল ৯টায় এম এ আজিজ স্টেডিয়াম থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্যারেড ময়দান এসে শেষ হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন। এছাড়াও অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কমান্ডার ইখতিফার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন; শেখ তাওহীদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা (জয়েন্ট সেক্রেটারি), চট্টগ্রাম সিটি কর্পোরেশন; রোমানা আকতার, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম; আমিনুল ইসলাম, ক্রীড়া সংগঠক, বাংলাদেশ জেলা উন্নয়ন ক্রীড়া পরিষদ চট্টগ্রাম।

 এছাড়া উপস্থিত ছিলেন এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের পরিচালক জাহিদুল ইসলাম এবং জয়নব রুমা। র‍্যালিতে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০০ সাইক্লিস্ট অংশগ্রহণ করেন।। র‍্যালির মাধ্যমে অংশগ্রহণকারীরা সাইকেলকে প্রচলিত যানবাহনের উৎকৃষ্ট বিকল্প হিসেবে তুলে ধরেন।

‘সবুজ পৃথিবী, নিরাপদ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই র‍্যালির মাধ্যমে প্রচলিত শব্দ নির্বাপক যানবাহনের উপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় মেয়র মহাদয় বলেন, “এসপেরিয়ার এই উদ্যোগ আমাদের নগরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে—শব্দদূষণ প্রতিরোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার সময়।”

এসপেরিয়ার সম্মানিত চেয়ারম্যান জনাব গোলাম বাকি মাসুদ বলেন, “একটি স্বাস্থ্যকর সমাজ গঠনের জন্য শুধু চিকিৎসা নয়, শব্দদূষণ বিষয়ক সচেতনতা তৈরিও অত্যন্ত জরুরি। এ র‍্যালির মাধ্যমে আমরা সেই বার্তাই পৌঁছে দিতে চেয়েছি।”

এসপেরিয়ার এই ব্যতিক্রমী উদ্যোগ নগরবাসীর মধ্যে শব্দদূষণ প্রতিরোধে সচেতনতা জাগাতে এক নতুন মাত্রা যোগ করেছে।

নিউজটি পোস্ট করেছেন : আদর বড়ুয়া

কমেন্ট বক্স
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযো

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযো