ঢাকা | বঙ্গাব্দ

চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে গুণগত শিক্ষা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : May 2, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 4133 জন
চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে গুণগত শিক্ষা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন ছবির ক্যাপশন: চেনামতি থেকে সংগ্রহীত
ad728

চট্টগ্রাম, ২৮ এপ্রিল — চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরবাসীর সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা চসিকের অন্যতম অঙ্গীকার। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষাসামগ্রী সরবরাহ ও অবকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।



মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, "চসিক পরিচালিত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গুণগত শিক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। শিক্ষার্থীরা যাতে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারে, সে জন্য তাদের যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা দিতে হবে। এজন্য প্রয়োজন হলে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শিক্ষাসামগ্রী সরবরাহ এবং বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নেও অধিক গুরুত্ব প্রদান করা হবে।"

তিনি আরও বলেন, "শুধু অবকাঠামো নির্মাণ নয়, শিক্ষা ব্যবস্থাপনার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদেরও সমানভাবে দায়িত্ব নিতে হবে।"

সভায় মেয়র শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, "শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। আপনাদের আন্তরিকতা ও নিষ্ঠার ওপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের গড়ে ওঠা। আমরা চাই, চসিকের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নগরীর মধ্যে আদর্শ হয়ে উঠুক।"

সভায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনায় শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয় এবং প্রতিষ্ঠানের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : আদর বড়ুয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজায় গণহত্যার প্রতিবাদে রংপুরে ছাত্র ও যুবদলের বিক্ষোভ

গাজায় গণহত্যার প্রতিবাদে রংপুরে ছাত্র ও যুবদলের বিক্ষোভ