ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আজ চৈত্র সংক্রান্তি উপলক্ষে দিনব্যাপী নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানানো হলো পুরোনো বছরকে। বাংলা নববর্ষের আগের দিনটিকে কেন্দ্র করে চারুকলার প্রাঙ্গণ রঙে, উৎসবে আর লোকজ সংস্কৃতির প্রাণবন্ত পরিবেশে মুখর হয়ে ওঠে।
অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল আলপনা আঁকা,, লোকজ সংগীত পরিবেশনা,নজরুল সংগীত নাটক, এবং ঐতিহ্যবাহী নৃত্য প্রদর্শনী।
সকাল থেকেই প্রাঙ্গণে জমে ওঠে উৎসব। চারুকলার দেয়ালজুড়ে ফুটে ওঠে চিত্রশিল্পীদের তুলিতে রঙিন আলপনা, যা দর্শনার্থীদের আকৃষ্ট করে।