ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিক আকাশ এর ভাগ্নে "হোসাইন আজিজ হিমেলের জন্মদিন পালিত সকলের কাছে দোওয়া চেয়েছেন

  • আপলোড তারিখঃ 26-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 249342 জন
সাংবাদিক আকাশ এর ভাগ্নে "হোসাইন আজিজ হিমেলের জন্মদিন পালিত সকলের কাছে দোওয়া চেয়েছেন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাবনা জেলার বিশিষ্ট কবি ডাঃ আব্দুল হালিম মাস্টারের নাতি ও পাবনা জেলার বিশিষ্ট কবি কলামিস্ট সাংবাদিক ও গবেষক পরিবেশ মানবাধিকার কর্মী প্রভাষক এস এম মনিরুজ্জামান  আকাশ এর ছোট ভাগ্নে হোসাইন আজিজ হিমেল এর পঞ্চম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (পঁচিশে জুন ২০২৪) দোওয়ার আয়োজন করা হয়। 


হোসাইন আজিজ হিমেল সামরিক বাহিনীর সদস্য কঙ্গোতে শান্তি মিশনে কর্মরত আজিজুর রহমান উজ্জ্বল ও কবি হাসিয়ারা জামান কল্পনা'র এক মাত্র সন্তান। 


হোসাইন আজিজ হিমেল আটলংকা নতুন পাড়া শিখন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

হোসাইন আজিজ হিমেল বড় হয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ সুনাগরিক হতে চায়।


দেশবাসীসহ সকলের কাছে দোওয়া চেয়েছেন, সকলেই প্রান খুব দোওয়া করবেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন