ঢাকা | বঙ্গাব্দ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

  • আপলোড তারিখঃ 06-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 262052 জন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

চট্রগ্রাম জেলার  রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।


সরফভাটা খেলার মাঠে বৃহস্পতিবার (৬ মে) সকালে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ফজর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা ৪-১ গোলের ব্যবধানে বড়খোলা মগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে।


দ্বিতীয়টিতে ভূমিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সিপাহি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের হারিয়েছে। এছাড়া বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পশ্চিম সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। 


এদিন খেলায় উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন নাহার গ্রুপের চেয়ারম্যান মো. হাসেম। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ জমির হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম।


মো. দিদার, যুবলীগ নেতা সাকেরুল ইসলাম সাগর, মো. সেলিম, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর, শ্যামল কান্তি ধর, নাসির উদ্দিন, ওহিদুজ্জামান চৌধুরী, রত্না দাশ, আসমা ইসলাম, শামসুল আলম সিকদার, কাজী মুহাম্মদ আল মামুন, মো. নবীর হোসেন, আমজাদ হোসেন প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন