ঢাকা | বঙ্গাব্দ

১০১ রানের বিশাল ব্যাবধানে আন্তঃবিভাগ ক্রিকেট চ্যাম্পিয়ন শারীরিক শিক্ষা বিভাগ

  • আপলোড তারিখঃ 05-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 263262 জন
১০১ রানের বিশাল ব্যাবধানে আন্তঃবিভাগ ক্রিকেট চ্যাম্পিয়ন শারীরিক শিক্ষা বিভাগ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ, ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এ চ্যাম্পিয়ন হয়েছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ। এতে রানার আপ হয়েছে মার্কেটিং বিভাগ। মঙ্গলবার (৪ জুন) সকাল ১০ টায় মাঠে গড়ায় আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।


টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মার্কেটিং বিভাগ। শুভ এবং সুমনের দুরদান্ত ব্যাটিংয়ে রানের পাহাড় গরে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ। নির্ধারিত ২০ ওভারের খেলায় ৭ ইউকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে বিভাগটি। প্রতিপক্ষ মার্কেটিং বিভাগ ১৩৫ রানের টার্গেটে খেলতে নেমে ১২ ওভার ৩ বলে  মাত্র ৩৩ রান সংগ্রহ করে সাজঘরে ফেরে সবগুলো উইকেট। 


অন্যদিকে ৯ উইকেটের ব্যবধানে আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলে শেখ রাসেল হল। সোমবার (৩ জুন) ফাইনাল ম্যাচে শেখ রাসেল হলের প্রতিপক্ষ ছিল লালন শাহ হল। 


বিজয়ী ও রানার্সআপ দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।এসময় আরো উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুর্শিদ আলম, শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক  শাহ্ আলম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান এবং সহকারী পরিচালক মাবিলা রহমান।


পুরস্কার বিতরণকালে উপ-উপাচার্য বিজয়ী ও রানার আপ দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ঝামেলামুক্ত খেলা অনুষ্ঠিত হওয়ায় তিনি সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি সবার মাঝে খেলোয়াড় সুলভ আচরণ প্রত্যাশা করি। খেলাধুলা আমাদেরকে ভদ্র হতে শেখায়। সুস্থ দেহ ও মনের জন্য শিক্ষার্থীদের খেলাধুলা করতে হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন