ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার ৩০শে মে বিকেলে নলছিটি উপজেলার কুশংগল ইউনিয়নের মুখিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো সাবিনা আক্তার (৬) ও সামিয়া আক্তার(৫) তারা সম্পর্কে দুই আপন চাচাতো বোন। মুখিয়া গ্রামের নিবাসী জাকির হোসেনের মেয়ে মৃত সামিয়া আক্তার ও বাচ্চু হাওলাদারের মেয়ে মৃত সাবিনা আক্তার।
মৃতদের দাদা হারুন হাওলাদার বলেন, বৃহস্পতিবার ৩০শে মে বিকেলে সাবিনা ও সামিয়ার দুজনেই বাড়ির উঠোনে খেলছিল, হঠাৎ করে তাদেরকে না দেখতে পেয়ে আমরা খুঁজতে শুরু করি কিন্তু খোঁজাখুঁজির একপর্যায়ে তাদেরকে না পেয়ে আমরা আতঙ্কিত হয়ে যাই। পরে তাদের ভালো করে খুঁজতে গিয়ে পুকুরের পাড়ে একজোড়া জুতা দেখে আমরা পুকুরে নেমে খুঁজলে সামিয়াকে পাই এবং পরবর্তীতে সাবিনাকেও পাই। তাদেরকে পুকুর থেকে তুলে দ্রুত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করে।
বিষয়টি নিয়ে নলছিটি থানার ওসি মোঃ মুরাদ আলী দুঃখ প্রকাশ করে বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে যাই এবং তার পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে ব্যবস্থা নিব।