ঢাকা | বঙ্গাব্দ

এক ব্যতিক্রমী পেশা ফেরি করে সুঁই সুতা ফিতা বিক্রি করা

  • আপলোড তারিখঃ 01-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 218315 জন
এক ব্যতিক্রমী পেশা ফেরি করে সুঁই সুতা ফিতা বিক্রি করা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বাংলাদেশ গ্রাম প্রধান দেশ। গ্রামে গঞ্জে এখনও অনেক প্রাচীন পদ্ধতিতে  অনেক মালামাল বা দ্রব্যাদি বেচা কেনা করতে দেখা যায়।



অনেক ফেরিওয়ালা গ্রামে গঞ্জে ফেরি করে হরেক রকমের মালামাল লেছ, সুঁই সুতা ফিতাসহ বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিস বিক্রি করে থাকেন।


তাদের বেচা বিক্রির ধরনও যেনো আকর্ষণীয়!  তাদের ক্রেতা আকৃষ্ট করা বুলি বা ধ্বনিতে যে কোন লোকই সহজে আকৃষ্ট হয়ে যায়।


কোমল মতি শিশু কিশোর কিশোরী, নব বধূ সহ মাঝ বয়সী গৃহিনীরাও তাদের দ্রব্যের ক্রেতা এমনকি নানী-দাদীরাও রীতিমতো আচ্ছা দস্তুর খরিদদার।


গ্রামীন এই লোকজ সংস্কৃতির পেশা দিনে দিনে হারিয়ে যেতে বসেছে বললেই চলে।


আজকে পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের হালিমপুর হিড়িন্দা (কবি ডাঃ আব্দুল হালিম মাস্টার প্রতিষ্ঠিত) হাট থেকে তোলা ছবিতে একজন ফেরিওয়ালাকে দেখা যাচ্ছে হারিয়ে যেতে বসা ঐতিহ্যমন্ডিত পেশাকে সমুন্নত রাখতে তিনি সুঁচ, সুতা-ফিতা, লেছ বিক্রি করতে হাক ছাড়ছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন