চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় এবার একাদশ শ্রেনীর অনেক মেধাবী শিক্ষার্থীদের অজান্তেই তাদের ভর্তির আবেদন করা হয়। ২৬ মে থেকে একাদশ শ্রেনীর ভর্তির আবেদন শুরু হয়, শিক্ষার্থীরা আবেদন করতে গেলে তারা দেখতে পায় তাদের আবেদন করা হয়ে গেছে।যেসকল কলেজ বা মাদ্রাসায় শিক্ষার্থীদের আবেদন করা হয়, শিক্ষার্থীরা ঐসকল কলেজে বা মাদ্রাসায় ভর্তি হতে ইচ্ছুক না।
বিনা অনুমতিতে ভর্তির আবেদনের অভিযোগ তীর বেশিরভাগ যাচ্ছে দুর্গাপুর ইস্কুল এন্ড কলেজের দিকে।কিছু মাদ্রাসার শিক্ষার্থী পূনরায় মাদ্রাসায় পড়তে ইচ্ছুক কিন্তু তাদের আবেদন করা হয়েছে কলেজে।এছাড়াও উপজেলার মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে ও অভিযোগ পাওয়া যায় যে, তারা ২৬ মে এসএসসি/দাখিল/সমমানের ফলাফল ফল প্রকাশের পর থেকেই তারা নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এডমিন ও রেজিষ্ট্রেশন কার্ড আটকিয়ে রাখেন এবং বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে আসেন।ইচ্ছার বিরুদ্ধে ও অজান্তে এরূপ ভর্তি করায় শিক্ষার্থীরা আজকে ২৯মে উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে তাদের অভিযোগ জানান।
তারা জানান চাঁদপুর সরকারি কলেজে ও হাইমচর সরকারি কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে থাকলেও তা এখন পারছেন না।ভুক্তভোগী শিক্ষার্থীরা একত্রিত হয়ে সাংবাদিক সম্মেলনের পরে তারা উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা ম্যামের কাছে লিখিত অভিযোগ প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন তদন্তে সাপেক্ষে এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে উপজেলা মাধ্যমিক অফিসার মোস্তফা কামাল স্যার অবগত আছেন।