ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জে কুখ্যাত চুর মুন্নাকে এলাকাবসী মিলে পুলিশে ধরিয়ে দেয়

  • আপলোড তারিখঃ 25-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 272535 জন
কিশোরগঞ্জে কুখ্যাত চুর মুন্নাকে এলাকাবসী মিলে পুলিশে ধরিয়ে দেয় ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

চুরির অপরাধে গত মঙ্গলবার যশোদল এলাকার কুখ্যাত চুর মুন্নাকে এলাকাবসী মিলে পুলিশে ধরিয়ে দেয়া হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগী আরও দুজনকে সদর থানা পুলিশ আটক করে।


এরই সূত্র ধরে চোরের পরিবারের লোকজন আরও কয়েকজন কিশোর গ্যাংয়ের সহযোগিতা নিয়ে বৃহস্পতিবার আনুমানিক সাড়ে ৬টার দিকে ছাত্রদের নিয়ে খেলাধুলা করার সময় কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রবেশ করে পরিকল্পিতভাবে মো: আল- আমীন ও ছাত্রদের ওপর আক্রমণ করে। এসময় আল- আমীন ও কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।


এই ঘটনা ধামাচাপা দিতে যশোদল ইউপি সদস্য মুরাদ মেম্বার চোরের পক্ষ নিয়ে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে এবং ভয় ভীতি প্রদর্শন করছে। আজকে স্কুল ছুটির পর শিক্ষার্থীরা এই ঘটনার বিচার চেয়ে মানবন্ধন করেছে।


প্রধান শিক্ষক যথাযথ আইনি ব্যবস্থা নিবেন আশ্বাস নিয়ে শিক্ষার্থীদের শান্ত করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন